যে কারণে অস্কারে যোগ দিচ্ছেন না তারকারা

যে কারণে অস্কারে যোগ দিচ্ছেন না তারকারা

অনলাইন ডেস্ক

মহামারি করোনার আক্রমণে বিপর্যস্ত সারাবিশ্ব। করোনায় স্বাস্থ্য, অর্থনীতি ইত্যাদি কাঠামো ভেঙে পড়েছে অনেক দেশেই। করোনার থাবা থেকে মুক্ত থাকতে পারে নি হলিউডও।

সম্প্রতি শোবিজের বড় সব অনুষ্ঠানের পদক ঘরে বসে দেওয়া হচ্ছে।

চলতি বছর ২৬ এপ্রিল শোবিজ জগতের সব থেকে বড় একাডেমিক পুরষ্কার অস্কার প্রদানের অনুষ্ঠান লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন এবং হলিউডের ডলবি থিয়েটারে আয়োজন করবে ফিল্ম একাডেমি।

মনোনয়ন পাওয়া সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ জানিয়ে 'নো জুম' ট্যাগ ব্যবহার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

তবে এই করোনা পরিস্থিতিতে অনেক তারকাই সরাসরি যোগ দিতে চাচ্ছেন না। এদিকে আবার ‘নো জুম’ নীতিতে তারা যে ঘরে বসে অংশগ্রহণ করবেন সে সুযোগও থাকছে না।


আরও পড়ুনঃ


'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


ফলে একাধিক মনোনীত প্রার্থীর জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ‘নো জুম’ নীতি। আবার অস্কারে মনোনীত অনেকেই যুক্তরাষ্ট্রের বাইরে থাকায় সেসব দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে দুনিয়ার সবচেয়ে বড় এই একাডেমিক অনুষ্ঠানে যোগদান দেওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

তবে ফিল্ম একাডেমি থেকে এখনও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয় নি।

news24bd.tv / নকিব