খুলনায় গণপরিবহন বন্ধ, জনজীবন স্বাভাবিক

খুলনায় গণপরিবহন বন্ধ, জনজীবন স্বাভাবিক

Other

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ প্রতিরোধে সপ্তাহব্যাপী লকডাউনে খুলনায় গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকালে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন পরিবহণ ছেড়ে যায়নি। তবে সড়কে ইজিবাইক, মাহেন্দ্র, রিকসাসহ স্বল্প দূরত্বের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় এসব যানবাহনে গাদাগাদি করে যাত্রীরা চলাচল করছে।

পাড়া-মহল্লার চায়ের দোকান, মুদি দোকান ও হোটেল খোলা রয়েছে। এসব স্থানে স্বাস্থ্যবিধি মানতে মানুষের মধ্যে অনিহা দেখা গেছে। তবে অভিজাত বিপনী বিতান ও শপিংমল বন্ধ রয়েছে।  


বিজিএমইএ নির্বাচন: সভাপতি হচ্ছেন ফারুক হাসান

সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন শুরু

ছেলে আব্দুর রহমানের সঙ্গে ‘মামুনুলের দ্বিতীয় স্ত্রী’র ফোনালাপ ফাঁস

মামুনুল হকের সঙ্গে থাকা নারীর নাম ঝর্ণা, বাড়ি ফরিদপুরে


এদিকে লকডাউন মেনে চলতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু হয়েছে।

তবে শহরজুড়ে পুলিশের কোন তৎপরতা চোখে পড়েনি।    

news24bd.tv / কামরুল