এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি?

এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি?

Other

আমার বাসার তিন চারটা বাসার পরে এক নারীর ১২/১৩ টা কুকুর আছে। সবগুলো কুকুর সারাদিন রাস্তার উপরেই থাকে। আমি অফিস থেকে বাসায় হেঁটে  যাতায়াত করি।

প্রতিদিন অফিস যাওয়া আসার সময় এই কুকুরগুলোর জন্য আমার খুব প্রবলেম হয়।

আমি কুকুর ভীষণ ভয় পাই। ভয়ে আমার হাত-পা কাঁপে।

এটা আমার জন্য ভীষণ সমস্যার। কুকুরগগুলা প্রায় রাস্তায় মারামারি করে।

ঘেউ ঘেউ করে। দুই তিনজনকে কামড় দেওয়ার কথাও শুনেছি।


নিষ্কৃতি দেওয়ায় আমি সত্যিই আনন্দিত

হেফাজত নিয়ে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগ নেতাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে সাদা কাগজে সই

একই সময়ে পাঁচজনকে ছুরিকাঘাত, গেল দুই প্রাণ


দিনের বেলাতেও একই অবস্থা। এছাড়া প্রায় দিন সন্ধার পর আমি অফিস থেকে ফিরি।   অনেক সমসময় ররাত ৯/১০ টাও বাজে। রাতে অফিস থেকে বাসায় যাওয়ার সময় ভয়ে আমার জীবন শেষ হয়ে যায়। রাস্তার লোকজনকে দিয়ে কুকুর তাড়ায় দিয়ে তারপর এর ওর সাহায্য নিয়ে বাসায় আসি।

মাঝমধ্যে গলির মধ্যে কাউকে পাই না। প্রতিদিন যাওয়া আসার পথে এই ভয় উৎকণ্ঠায় মানসিক অশান্তিটা আমি আর নিতে পারছি না।

অফিস ছাড়াও অন্য দিন ও রাস্তায় আসা যাওয়া করতে পারি না কুকুরের ভয়ে।
এভাবে আর কত দিন??

এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি? এ ব্যাপারে স্থানীয় থানা বা সিটি কর্পোরেশান থেকে কি সহযোগিতা পাওয়া যাবে?

কোনো উপায় কারও জানা থাকলে আমাকে দয়া করে সাহায্য করেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর