মিয়ানমারে এবার সশস্ত্র প্রতিরোধে আন্দোলনকারীরা

মিয়ানমারে এবার সশস্ত্র প্রতিরোধে আন্দোলনকারীরা

অনলাইন ডেস্ক

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়তে শুরু করেছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরে দেশীয় বন্দুক ও আগুনবোমা নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তারা।

গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) আন্দোলনে সামরিক সরকারের বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১১ জন। এদিন মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন শত শত আন্দোলনকারী।

এরপর সন্ধ্যায় মোমবাতি হাতে নিয়ে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েকশ’ মানুষ।

এতোদিন নিরস্ত্র আন্দোলনের পর অবশেষে চূড়ান্ত পদক্ষেপ নিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় দেশীয় অস্ত্র হাতে জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তারা।


আরও পড়ুনঃ


নিউইয়র্ককে টপকে এখন বিলিয়নিয়ারদের শহর বেইজিং

মাওলানা মামুনুলের রিসোর্ট কাণ্ডে 'পুরুষশুন্য' কয়েক গ্রাম!

ফেসবুকে আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা যেভাবে জানবেন

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা


বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, তাদের ওপর সরাসরি গ্রেনেড ও মেশিনগান দিয়ে গুলি চালায় দখলদার সামরিক সরকার। এতে বেশ কয়েকজন নিহত হন।

অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ছ’জন সংসদ সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

news24bd.tv / নকিব