করোনায় ম্লান বৈসাবি উৎসব

করোনায় ম্লান বৈসাবি উৎসব

অনলাইন ডেস্ক

বৈসাবি পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই আর চাকমাদের বিঝু- এ তিন উৎসবের আদ্যাক্ষর নিয়ে তৈরি বৈসাবি শব্দটি।

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সংক্রমণ আতঙ্কের মধ্যেও শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর তিন দিনব্যাপী বৈসাবী উৎসব। সোমবার (১২ এপ্রিল) কাপ্তাই হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যদিয়ে শুরু হয় এই উৎসবের।

সোমবার সকালে বড় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে ভগবানের আশীর্বাদ প্রার্থনা করে কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশে পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন। এসময় করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়।

ফুল ভাসানোর মধ্য দিয়েই শুরু হয় পাহাড়ি জনগোষ্ঠীগুলোর ৩ দিনব্যাপী প্রধান এই উৎসব। আগামীকাল মঙ্গলবার মূলবিজু পালিত হবে।

বুধবার গোজ্যেপোজ্যে দিন পালিত হবে যার যার ঘরে।


আরও পড়ুনঃ


শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই হবে প্রিন্স ফিলিপের শেষকৃত্য

বাংলাদেশের জিহাদি সমাজে 'তসলিমা নাসরিন' একটি গালির নাম

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা

কুমারীত্ব পরীক্ষায় 'ফেল' করায় নববধূকে বিবাহবিচ্ছেদের নির্দেশ


এ বিষয়ে বিজু, বৈসু, সাংগ্রাইং-২০২১ উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি চাকমা জানান, বৈসাবির উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর এই ৩ দিনে আনন্দ উৎসবে মেতে থাকলেও এবছরও করোনা মহামারী পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আনন্দ ম্লান করে দিয়েছে। সরকারের নির্দেশনা ও নিজেদের বাঁচিয়ে রাখতে সামাজিক দূরত্ব মেনে পালন করছে বৈসাবি উৎসব।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক