আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিলো সৌদি আরব

অনলাইন ডেস্ক

আগামী ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি আরব। করোনা মহামারিতে ২০২০ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক প্লেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে দেশটি।

রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের জনসংযোগ দপ্তরের মহাপরিচালক খালেদ বিন আবদুল কাদের তাশ জানান, সৌদি উড়োজাহাজ কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইট শুরুর দিন নির্ধারণ করেছে সৌদিয়া।

১৭ মে থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বিদেশি নাগরিকরা। সৌদি নাগরিকরাও দেশের বাইরে যেতে পারবেন।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

'টিকায় কিছু হবে না, লাভ যা হওয়ার মদেই হবে'

রাস্তা-ঘাট থেকে শুরু করে শ্বশুড় বাড়িতেও পদ-পদবীর দাপট


ফ্লাইট চালুর বিষয়টি যাত্রীদের মনে করিয়ে দিতে সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি টুইটও করা হয়।

news24bd.tv / নকিব