ফুলে ফুলে ভরে গেছে গাজীপুরের লিচু বাগান

Other

গাজীপুরের লিচু বাগানগুলো ফুলে ফুলে ভরে গেছে। আর গাছের নিচে শোভা পাচ্ছে সারি সারি মৌ-বক্স। এক মৌসুমে লিচুর ফুল থেকে তিনবার মধু সংগ্রহ করেন মৌয়ালরা।  

তবে এ বছর লিচু ফুল কম আসায় মধু উৎপাদন কিছুটা কম।

তবে বাজার দর ভাল পাওয়ায় খুশি চাষিরা। গাজীপুরের শ্রীপুরে সবচেয়ে বেশি লিচু চাষ হয়।  

আর গাছের নিচে মৌ-বক্স স্থাপন করে মধু সংগ্রহ করছে মৌয়ালরা।   প্রাকৃতিক মধু সংগ্রহের মাধ্যমে বাড়তি আয় করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছেন চাষিরা।

মৌ চাষিরা জানান, প্রাকৃতিক ও শিল্প কারখানার দুষণের কারণে এবার লিচু গাছে ফুল কম এসেছে। এ কারণে মধু উৎপাদন কম হবে এমন আশঙ্কা করছেন বাগান মালিকরা।


কী পরিণতি হলো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করা সেই যুবকের

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন হেফাজত নেতারা

বাংলা ভাষা থেকে তুই তুলে দেওয়ার প্রস্তাব

সোনারগাঁয়ের সেই ওসি রফিকুল এবার অবসরে


সংশ্লিষ্টরা বলছেন, ফুল ফোটার পর ঠাণ্ডা আবহাওয়া ও বৃষ্টি হওয়ায় এ বছর লিচুর মধু সংগ্রহের পরিমাণ এক-তৃতীয়াংশে নেমে এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি একশ বক্সের বিপরীতে ৮ থেকে সাড়ে ৮০০ কেজি মধু সংগ্রহ করা যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গাজীপুর জেলায় ১ হাজার ৪৪৬ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে।

news24bd.tv নাজিম