প্রবাসীদের জন্য চীনসহ ছয় দেশে ফ্লাইট চালু করছে সরকার

প্রবাসীদের জন্য চীনসহ ছয় দেশে ফ্লাইট চালু করছে সরকার

অনলাইন ডেস্ক

লকডাউনের মধ্যে ৫ দেশে প্রবাসী কর্মীদের পৌঁছে দিতে ফ্লাইট চালু করেছে সরকার। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে চীন। দেশটির দুটি এয়ারলাইন্সের পাশাপাশি বাংলাদেশের এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য ফ্লাইট চালাতে অনুমতি দেওয়া হয় ১২টি এয়ারলাইন্সকে।

এই ১২ এয়ারলাইন্সের মাধ্যমে পাঁচ দেশে ট্রানজিট হয়ে অন্য দেশেও যাওয়া যাবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক জানান, চীন এবং মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশসহ ছয়টি দেশে কাল থেকে নিয়মিত ফ্লাইট চলবে, এই দেশগুলোতে প্রবাসীকর্মী ছাড়াও সাধারন যাত্রীরা যেতে পারবেন।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

'টিকায় কিছু হবে না, লাভ যা হওয়ার মদেই হবে'

রাস্তা-ঘাট থেকে শুরু করে শ্বশুড় বাড়িতেও পদ-পদবীর দাপট


তবে ট্রানজিট হয়ে কেউ দেশে আসতে পারবেন না। এমন নির্দেশনা চালু করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

news24bd.tv / নকিব