সারাদেশে কালবৈশাখী ঝড়

সারাদেশে কালবৈশাখী ঝড়

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় ব্যাপক ঝড় শুরু হয়। এর ১০-১৫ মিনিট পরে শুরু হয় বৃষ্টি।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

শুক্রবার নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।

news24bd.tv/আলী