সৈয়দ ইয়ামিন বখত আর নেই

সৈয়দ ইয়ামিন বখত আর নেই

অনলাইন ডেস্ক

দ্য ডেইলি স্টার পত্রিকার সাবেক বার্তা সম্পাদক সৈয়দ ইয়ামিন বখত (৬২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শনিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সৈয়দ ইয়ামিন বখতের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে গত ১০ দিন যাবৎ চিকিৎসা নিচ্ছিলেন ইয়ামিন বখত।

সম্প্রতি পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে তার শ্বাসনালীতে জটিলতা দেখা দিলে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আজ সকালে মৃত্যু হয়।

আরও পড়ুন


ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটি পাওয়া গেছে, বেঁচে নেই কেউ

দেশি পণ্য ক্রয়ই হবে স্বল্প আয়ের মানুষদের সম্মানজনক সহযোগিতা

৪ দিনের রিমান্ড শেষ, কারাগারে বিএনপি নেত্রী নিপুণ রায়

অক্সিজেন শেষ হয়ে গেছে ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের


দ্য ডেইলি স্টারের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন ইয়ামিন বখত। পরবর্তীতে তিনি ডেইলি স্টারের বার্তা সম্পাদক হয়েছিলেন।

এরপর তিনি গ্রামীণফোনে যোগ দেন এবং প্রতিষ্ঠানটির কমিউনিকেশন বিভাগের পরিচালক হয়ে অবসরে যান।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক