নিষিদ্ধ রঙয়ের মোজা পরায় জরিমানা

নিষিদ্ধ রঙয়ের মোজা পরায় জরিমানা

অনলাইন ডেস্ক

ঘটনা বেলারুশের রাজধানী মিনস্কে। এক নারী ড্রাইভিং শিখতে যাচ্ছিলেন। এসময় ওই নারীকে রাজধানী মিনস্ক থেকে মুখোশধারী চার ব্যক্তি তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে ৬৫০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার টাকা জরিমানাও করা হয়।

জরিমানার শিকার ওই নারীর নাম নাটালিয়া সিভতসোভা-সেদুশকিনা। আর জরিমানার কারণ হলো, লাল-সাদা দেশটিতে নিষিদ্ধ একটি পতাকার রঙের সঙ্গে মিলে যায়!

জানা যায়, তার পরিহিত মোজার রঙ নিষিদ্ধঘোষিত পতাকার রঙের সঙ্গে মিলে যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

এ ছাড়াও তার বিরুদ্ধে জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখানোর অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। ওই নারী ভি চিহ্ন দেখানোর পর তার পাশ কাটিয়ে যাওয়া অনেককেই তাকে স্যালুট দিতে দেখা গেছে।


আরও পড়ুনঃ


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

আইপিএল নেই, বাড়ি ফিরে যা করতে চান কোহলি

ইসরাইলের বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মাহর ধর্মীয় দায়িত্ব: হুথি নেতা

শত বছরের পুরনো বিয়ের রীতি ভাঙলেন ‘হার্ডকোর ফেমিনিস্ট’ যুবক


১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এবং বিংশ শতাব্দীর বেশ কিছু সময়জুড়ে লাল-সাদা রঙের ডোরাকাটা পতাকাটি ছিল বেলারুশিয়ান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের অধীনে বেলারুশের জাতীয় পতাকা এবং বেলারুশিয়ান জাতীয়তাবাদীদের পতাকা।

পরবর্তীতে সোভিয়েত কম্যুনিস্টরা লাল এবং সবুজ রঙের পতাকা দিয়ে আগের পতাকা বদলে ফেলে। সেই পতাকায় একটি হাতুড়ি এবং কাস্তে প্রতীকও স্থাপন করা হয়। এরপর আগের পতাকাটিকে নিষিদ্ধ ঘোষণা করে কম্যুনিস্টরা।

news24bd.tv / নকিব