আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের পাশে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫০ জন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, শনিবার (৮ মে) কাবুলের শিয়া মুসলিম অধ্যুষিত দাশতে বারচি এলাকায় হামলার ঘটনাটি ঘটে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান জানান, বোমা বিস্ফোরণে নিহতদের বেশির ভাগই সাইয়েদ উল শুহাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই বিদ্যালয়ে তিন শিফটে শিক্ষার্থীরা ক্লাস করে। এর মধ্যে দ্বিতীয় শিফটে পড়ে মেয়েরা। ঠিক সেসময় হামলা হওয়ায় হতাহতদের বেশির ভাগই মেয়ে শিক্ষার্থী।
তিনি বলেন, আহতদের অনেকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অবশেষে করোনামুক্ত হলেন খালেদা জিয়া
পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে চীনা রকেট, দেখা যাচ্ছে লাইভে
বাংলাদেশিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা
হামলার এই ঘটনার জন্য আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানকে দায়ী করেছেন, তবে তালেবান তা প্রত্যাখ্যান করেছে।
আফগানিস্তান থেকে যখন মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তখন এই বোমা হামলার ঘটনা ঘটল। মার্কিন সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে দেশটির রাজধানী কাবুল উচ্চ সতর্কতায় রয়েছে।
news24bd.tv নাজিম