ফিলিস্তিনে হামলা : পুতিন-গুতেরেস ফোনালাপ

ফিলিস্তিনে হামলা : পুতিন-গুতেরেস ফোনালাপ

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান হামলার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মধ্যে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) আল জাজিরার খবরে এ কথা বলা হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, একটি ভিডিও কলে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘর্ষ নিয়ে আলাপ করেন পুতিন ও গুতেরেস।

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ফিলিস্তিন ও ইসরায়েলের ক্রমবর্ধমান দ্বন্দ্ব নিরসনে কথা বলেছেন পুতিন ও গুতেরেস।

এই আলোচনার মূল লক্ষ্য উভয় পক্ষকে সহিংসতা বন্ধ করতে বলা এবং বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

প্রসঙ্গত, ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ঈদুল ফিতরের দিনেও ইসরায়েলি বোমারু বিমানগুলো গাজা উপত্যকায় মুহুর্মুহু বোমা হামলা অব্যাহত রেখেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, গত সোমবার (১০ মে) থেকে গাজায় ইসরায়েলের বোমা হামলায় এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে ১৭ শিশু ও ৮ নারী রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৪৮০ জন।

জেরুসালেমের একটি এলাকায় ইসরায়েলি পুলিশ এবং ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের জেরে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করার পর এই লড়াইয়ের সূত্রপাত হয়েছে।  

আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা জায়গাটিকে তাদের নিজেদের উপাসনালয় হিসেবে দাবি করে।   ১৯৬৭ সালে আরব-ইসরায়েলের যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর ১৯৮০ সালে পুরো জেরুজালেম তাদের নিয়ন্ত্রণে চলে আসে। যা এখনও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে স্বীকৃতি পায়নি।

news24bd.tv/আলী