আজকের ম্যাচে দল থেকে বাদ পড়তে পারেন যে দুই টাইগার

আজকের ম্যাচে দল থেকে বাদ পড়তে পারেন যে দুই টাইগার

অনলাইন ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৩০ রানে হারিয়ে জয় পায় বাংলাদেশ। এ জয়ের আগে ১০ ম্যাচ জয়হীন ছিলো টাইগাররা। প্রথম ম্যাচে জয় বাংলাদেশকে দিয়েছে স্বস্তি। টাইগারদের চোখ এবার সিরিজের দিকে।

তাছাড়া আজকের ম্যাচে সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে।

জয় পাওয়া ম্যাচে তামিম, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। রান পাননি সাকিব আল হাসান, লিটন দাশ, মোহাম্মদ মিথুন। ফিরে এসে সাকিব শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি।

লিটন ও মিথুন নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন। দুজনই রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ওয়ানডেতে এই দুজনেরই নয়তো একজনের একাদশের বাইরে যাওয়া নিশ্চিত।

লিটনের পরিবর্তে দলে আসতে পারেন সৌম্য সরকার। মিথুনের জায়গায় মোসাদ্দেক হোসেনকেও দেখা যেতে পারে। সেক্ষেত্রে মাহমুদউল্লাহ পাঁচে ব্যাটিং করবেন। মোসাদ্দেক করবেন সাতে। আফিফ হোসেনকে দেখা যাবে ছয় নম্বরে। তবে মিথুন টিকে যেতেও পারেন। কারণ এক ওয়ানডে আগেই নিউ জিল্যান্ডে তার ব্যাট থেকে এসেছিল ৫৭ বলে ৭৩ রানের ইনিংস।

আজ দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।   ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।

দ্বিতীয় ওয়ানডতে টাইগারদের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

news24bd.tv নাজিম