অনলাইনে নয়, সশরীরে পরীক্ষা নেওয়ার দাবি শিক্ষার্থীদের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

অনলাইনে নয়, সশরীরে পরীক্ষা নেওয়ার দাবি শিক্ষার্থীদের

Other

করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ। বুধবার রাতে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে ১১ মে অনুষ্ঠিত ৩০তম একাডেমিক কাউন্সিলে সুপারিশ করা হয়। সুপারিশক্রমে ৭৮তম সিন্ডিকেট সভায় তা অনুমোদন দেওয়া হয়।

অফিস আদেশের অনুলিপি ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ২১টি বিভাগের বিভাগীয় প্রধান, হল ও বিভিন্ন দফতরে পাঠানো হয়।

আরও পড়ুন


পাঁচটায় বসবে সংসদ

ঢাকা ১৪, কুমিল্লা ৫ ও সিলেট ৩ আসনে উপনির্বাচনের তারিখ প্রকাশ

চলন্ত বাস থেকে শিশুসহ স্ত্রীকে ফেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ডাকাত আখ্যা দিয়ে ধাওয়া করে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা


এদিকে, অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে। অনেকেই বিষয়টিকে স্বাগত জানালেও ল্যাব পরীক্ষা, দুর্গম এলাকায় দুর্বল ইন্টারনেট ব্যবস্থাসহ বিভিন্ন জটিলতার কথা তুলে ধরে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও বেরোবির এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস ফোরামের সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদ বলেন, বেরোবিতে এমনিতেই সেশন জট, তার ওপর করোনা মহামারিতে তা প্রকট আকার নিয়েছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এরইমধ্যে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পরীক্ষা অনলাইনে নিলে অনেক জটিলতা দেখা দেবে। তাই আমরা চাই সশরীরে পরীক্ষা নেওয়া হোক।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর