কুষ্টিয়ার মধুপুরে কলার পাইকারি দাম নেমেছে অর্ধেকের নিচে

Other

দেশের অন্যতম বৃহত্তম কলার হাট কুষ্টিয়ার মধুপুরে কমেছে কলার দাম। ঈদের আগে যে দাম ছিলো এখন নেমে এসেছে তার অর্ধেকেরও নিচে। কিন্তু খুচরা বাজারে প্রভাব পড়েনি দামের। বিক্রি হচ্ছে দ্বিগুণ-তিনগুণ দরে।

এ ব্যাপারে কোন সিন্ডিকেট কাজ করছে কি-না খতিয়ে দেখছে প্রশাসন।  

দেশের অন্যতম বৃহত্তম হাট কুষ্টিয়ার মধুপুর কলার হাট। হাটে সকাল থেকে কলা নিয়ে আসেন আশপাশের ৬ জেলার কৃষক। প্রতিদিন এখান থেকে ৫০ ট্রাক করে কলা যায় দেশের বিভিন্ন এলাকায়।

ঈদের পর থেকে অন্য রসালো ফল বাজারে আসায় এখানে কলার দাম অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

হাটে কাদি হিসেবে বিক্রি হওয়া কলা আকারভেদে ৬ থেকে ৮ টাকা হালি পড়ছে। কিন্তু আড়তে রেখে পাকিয়ে যখন ভোক্তাদের কাছে যাচ্ছে, দাম হাকা হচ্ছে দ্বিগুণ-তিনগুণেরও বেশি। পঁচে নষ্ট হওয়ায় বেড়ে যায় দাম বলছেন আড়তদাররা।

হাট থেকে এসে কলার দাম এতো বেশি রাখার বিষয়টি মানতে নারাজ উপজেলা প্রশাসন। বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছেন তারা। কুষ্টিয়া এলাকার সবরি এবং চাপা কলার সুনাম রয়েছে সারাদেশে।

আরও পড়ুন


এবার ইন্দোনেশিয়ান ভাষায় হিরো আলমের বিরহের গান (ভিডিও)

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

মা হচ্ছেন নুসরাত, নিজের নয় বলে মন্তব্য স্বামীর!

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা


news24bd.tv / কামরুল