খুনের আসামিকে জামিন খালেদা জিয়াকে নয় কেন, প্রশ্ন জাফরুল্লাহর

খুনের আসামিকে জামিন খালেদা জিয়াকে নয় কেন, প্রশ্ন জাফরুল্লাহর

অনলাইন ডেস্ক

 

খুনের আসামিকে জামিন দেওয়া হলেও তাকে জামিন (খালেদা জিয়া) দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন জাফরুল্লাহ।

বেগম জিয়াকে জামিন দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

তিনি বলেন, বিচারপতিরা পালাবার জায়গা পাবেন না।

খালেদা জিয়া কোনো অন্যায় করেননি, জামিন বেগম জিয়ার অধিকার।

আরও পড়ুন:


চলমান বিধি-নিষেধ ‘লকডাউন’ বাড়ল ১৬ জুন পর্যন্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

কেবিনে স্থানান্তর করা হয়েছে বেগম খালেদা জিয়াকে

বঙ্গবন্ধু সেতু থেকে এ পর্যন্ত ৬ হাজার ৩৪৩ কোটি টাকা টোল আদায়


এ সময় খালেদা জিয়াকে জামিনের জন্য বিএনপি নেতাকর্মীদের আদালতে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

জাফরুল্লাহ বলেন, বেগম জিয়া ছাড়া বিএনপির মুক্তি সম্ভব নয়। বিএনপি নেতাকর্মীদেরকে বেগম জিয়ার মুক্তির জন্য রাস্তায় নামতে হবে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর