দুবাই থেকে ফিরছে বীর মুক্তিযোদ্ধার মরদেহ

দুবাই থেকে ফিরছে বীর মুক্তিযোদ্ধার মরদেহ

Other

দুবাই থেকে আজ রাতে ফিরছে বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের (৭৬) মরদেহ। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। স্কাই কার্গো ফ্লাইটে করে তার মরদেহ দেশে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম।  

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান দেড় মাস আগে শারজা শহরে মেয়ে ডাক্তার নাজিয়া আফরিনের কাছে বেড়াতে আসেন।

হঠাৎ বুকে ব্যথা ও কিডটি সমস্যা দেখা দিলে তাকে শারজার মোহাম্মদ বিন জায়েদ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি মারা যান।

গোলাম রব্বানের ড. আশরাফুল ইসলাম জানান, করোনায় স্বাভাবিক ফ্লাইট বন্ধ থাকায় কনস্যুলেট কর্মকর্তা মো. সাহেদুল ইসলামের তত্বাবধানে তাঁর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চকরিয়া উপজেলার বিএম চর (ভেওলা মানিক চর) ইউনিয়নের নিজ গ্রামে নেওয়া হবে।

বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

news24bd.tv/আলী