জাতীয় পার্টির আসন পুনরুদ্ধারের মিশন

সিলেট-৩ উপনির্বাচন স্বতন্ত্রের মোড়কে ​বিএনপির প্রার্থী

Other

স্বতন্ত্রের মোড়কে ​বিএনপির প্রার্থী, আবার জাতীয় পার্টির আসন পুনরুদ্ধারের মিশন। আবার আসন ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগও। এভাবেই জমে উঠতে যাচ্ছে সিলেট-৩ আসনের উপনির্বাচন।  

আলোচনায় আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফি আহমেদ চৌধুরী।

সব ছাপিয়ে প্রার্থীদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।  

তিনি স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী। বঙ্গবন্ধুর সাথে এমন ঘনিষ্ঠতার গল্প শুনে কিছুটা খটকা লাগলেও এখনও তার দলীয় পরিচয় বিএনপির কেন্দ্রীয় সদস্য। আসছে নির্বাচনে বিএনপি অংশ না নিলেও সতন্ত্র পরিচয়ে প্রার্থী হয়েছেন সাবেক এই সাংসদ।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রবীণ এ রাজনীতিকের যেমন মাথাব্যথা নেই, তেমনি নির্বিকার দল থেকে শাস্তির বিষয়েও।  

সিলেট-৩ আসনে অন্তত এক ডজন প্রার্থী চেয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়ন। তবে অনেক বাঘা নেতাকে পেছনে ফেলে নৌকা পেলেন হাবিবুর রহমান হাবিব। সবাইকে সাথে নিয়েই এগিয়ে যেতে চান তিনি। তিন উপজেলাকে বানাতে চান উন্নয়নের মডেল হিসেবে।  

আর জনরায়কে মূল্যায়ন করতেই নির্বাচনে তাদের অংশগ্রহণ; জানালেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।  

এদিকে নির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৪ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ জুলাই হবে ভোটগ্রহণ।  

গত ১১ মার্চ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট-৩ আসনটি শূন্য হয়।

আরও পড়ুন


পরীমনি কেনো এতো রাতে বোট ক্লাবে যাবে: সোহান (ভিডিও)

ক্লাবে ঢুকে মদ না পেয়ে তারা ভাঙ্গচুড় চালায় : ক্লাব কর্তৃপক্ষ (ভিডিও)

অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করলেন পরীমনি (ভিডিও)

মদ পানে গভীর রাতে যুবক-যুবতী নিয়ে ক্লাবে যেতেন পরীমনি


news24bd.tv / কামরুল