ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ইব্রাহিম রাইসি

ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ইব্রাহিম রাইসি

অনলাইন ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি। এর আগে ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে তিনি। ভোট গণনার সময় এগিয়ে থাকায় সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে তাকে অভিনন্দন জানান প্রতিদ্বন্দ্বীরা।

শনিবার (১৯ জুন) দুপুরে নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা যায় এ তথ্য।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর আবদুলনাসের হেমমতী জনাব রাইসিকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে তাকে ‘ইসলামী প্রজাতন্ত্রের ১৩তম রাষ্ট্রপতি’ সম্বোধন করেছেন। এছাড়া অপর প্রার্থী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস-এর প্রাক্তন কমান্ডার ইন চিফ, মহসেন রেজায়িও জনাব ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন- সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে হাশেমি।

আরও পড়ুন:


দুর্লভ আবাসিক পাখি ‘জল ময়ূর’

কাপুরুষোচিত হামলা চালিয়ে ইসরাইলি সেনাদের মনোবল চাঙ্গা হবে না: হামাস

বিবস্ত্র করা ছবি তুলে ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রী, মামলায় আ.লীগ নেতাও আসামি

‘নিখিলকে আগেই বলেছিলাম, নুসরাত তোমাকে ঠকাবে’


news24bd.tv / কামরুল