রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ৩৫০ বছর আগের মূল্যবান চিত্রকর্ম উদ্ধার

রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ৩৫০ বছর আগের মূল্যবান চিত্রকর্ম উদ্ধার

অনলাইন ডেস্ক

রাস্তার পাশে পড়ে ছিলো ৩৫০ বছর আগের দুটি বিখ্যাত তৈলচিত্র! জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের উজবুর্গ শহরের একটি মোটরওয়ে সার্ভিস স্টেশনে পরিত্যক্ত অবস্থায় ছবি দুটি দেখতে পান এক পথচারী।

সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, ছবি দেখে সন্দেহ হলে সেসব নিয়েই পুলিশের কাছে হাজির হন তিনি। প্রাথমিকভাবে পর্যালোচনায় বেরিয়ে আসে, তৈলচিত্রগুলোর একটি ডাচ শিল্পী স্যামুয়েল ভ্যান হুগস্ট্রেইনের। পরে জানা যায়, ইতালীয় শিল্পী পেইত্রো বেল্লোত্তির অন্যটি।

ছবি দুটি কীভাবে রাস্তার পাশে পড়ে আছে তা নিয়ে স্থানীয় প্রশাসন চিন্তায় পড়ে যায়। তবে এখনো পর্যন্ত কেউ মূল্যবান এই চিত্রকর্ম দুটির মালিকানা দাবি করেনি।

news24bd.tv / নকিব