শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

অনলাইন ডেস্ক

ভাইরাস সীমান্ত, ধনী-গরিব-দেশ-বিদেশ কিছুই মানে না। তাই পৃথিবীর প্রত্যেক প্রান্তে টিকার সমবণ্টনের কথা বারবারই বলে আসছে রাষ্ট্রগুলো। সেই কথা মাথায় রেখেই শরণার্থীদের টিকাকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো ইন্দোনেশিয়া। আর তা বাস্তবায়নেই রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করল ইন্দোনেশিয়ার আচে প্রদেশের প্রশাসন ও একটি মানবাধিকার সংস্থা।

এ মাসের শুরুর দিকে ৮১ জন রোহিঙ্গা শরণার্থী ইন্দোনেশিয়ার আচে প্রদেশের একটি নির্জন দ্বীপে আসে। তার আগে ১০০ দিন ধরে তাঁরা সমুদ্রে ভেসে ছিলো। বাংলাদেশের কক্সবাজার থেকে একটা নৌকা করে আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছিল দলটি। পরে ইডামান দ্বীপে আশ্রয় নেন তাঁরা।

কিছু মৎস্যজীবীর চোখে পড়েছিল লোকগুলোকে। তারাই স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। এটি গত ৫ জুনের ঘটনা। পরের দিনই ৮১ জন শরণার্থীকে কোভিড প্রতিষেধক দেওয়া হয়।


আরও পড়ুন

নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫

বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণ, আসামি গ্রেপ্তার

বিগো লাইভ-ফ্রি ফায়ার-পাবজি-টিকটক বন্ধে লিগ্যাল নোটিশ

আবারও জিততে ব্যর্থ স্পেন


news24bd.tv/এমিজান্নাত