শাটডাউন নিয়ে কী বললেন জনপ্রশাসন মন্ত্রী?

শাটডাউন নিয়ে কী বললেন জনপ্রশাসন মন্ত্রী?

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সারা দেশে ১৪ দিনের ‘শাটডাউনের’ সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।  

আজ বৃহস্পতিবার কোভিড কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মােহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সারা দেশে ১৪ দিনের ‘শাটডাউনের সুপারিশের বিষয়ে সরকার কী ভাবছে বা কী পদক্ষেপ নেবে? এমন প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন যুগান্তরকে বলেন, উনারা (জাতীয় কারিগরি পরামর্শক কমিটি) সুপারিশ দিয়েছেন।

তিনি বলেন, আসলে আমাদের চারপাশে করোনা বেড়েছে।

ইতোমধ্যে বিভিন্ন জায়গাতে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং প্রতিদিনই আমরা সেটা পর্যবেক্ষণ করছি যে এটা বেড়ে যাচ্ছে। ৬ হাজারের বেশি হয়ে গেছে আজকে। এরপর জাতীয় পরামর্শক কমিটি যেটা দিয়েছে তা সরকারের কাছে এসেছে। সরকার অবশ্যই এটাকে মূল্যায়ন করবে।
আমরা দেখছি এটাকে কীভাবে আরও কঠোরভাবে বাড়াতে পারি।

তিনি আরও বলেন, সে ধরনের একটা প্রস্তুতি ইতোমধ্যে আমাদের আছে। আমরা হয়তো একটি সিদ্ধাস্তে আসবো।

news24bd.tv/এমিজান্নাত