ভায়াগ্রা ভেবে ভুল ওষুধ খেয়ে মৃত্যু

ভায়াগ্রা ভেবে ভুল ওষুধ খেয়ে মৃত্যু

অনলাইন ডেস্ক

ভায়াগ্রা ভেবে একটি বিপদজনক রাসায়নিক খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে মিশরে। খবর খালিজ টাইমসের।

২৩ বছর বয়সী ওই ব্যক্তির ভাই জানান, শুক্রবার রাতে তার ভাবির চিৎকারে তিনি জেগে ওঠেন।

তার ভাই ভীষণভাবে ক্লান্ত এবং জ্ঞান হারানোর পর ভাবি চিৎকার দেন।

এমারাত আল ইয়োম জানিয়েছে, ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ওই ব্যক্তি অ্যালুমিনিয়াম ফসফাইড খেয়েছেন।

মিশরের কৃষকরা গুবরে পোকা থেকে গম বাঁচাতে নিয়মিতভাবে অ্যালুমিনিয়াম ফসফাইড ব্যবহার করে থাকে।

পরে জানা যায়, ওই ব্যক্তি আসলে ভায়াগ্রা খেতে চেয়েছিলেন। কিন্তু ভুলক্রমে বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলেন।

উল্লেখ্য, ভায়াগ্রা হচ্ছে এমন একটি ওষুধ যা পুরুষদের যৌনক্ষমতা বাড়ায়।

news24bd.tv / নকিব