এবার নেপালে হাঁড়িভাঙা আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

এবার নেপালে হাঁড়িভাঙা আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের উপহার হিসেবে হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ জুন) সন্ধ্যায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভিভিআইপি উপহার সামগ্রী হিসেবে ১ হাজার কেজি আম (১০০ কার্টুন) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাঠানো হয়েছে।

বিকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্ট দিয়ে ভারতের ফুলবাড়ী স্থলবন্দর হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সামগ্রীর মৌসুমি আম।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি রাকিবুল হাসান (সদর সার্কেল), রাজস্ব কর্মকর্তা রতন কুমার শীল, ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম, মডেল থানার ওসি (তদন্ত) বেনজির আহম্মেদ, বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবস্থাপক এ কে এম আজাদ, ইন্সপেক্টর সারোওয়ার আলম ও বিজিবি ক্যাম্প কমান্ডার ওয়াহিদুল হকসহ স্থলবন্দরের অন্য কর্মকর্তা।


আরও পড়ুনঃ

যৌথ মহড়ায় অংশ নিতে ইসরাইলে মরক্কোর বিমান

অবশেষে ছাড়া পাচ্ছে সুয়েজ খাল আটকে দেয়া সেই জাহাজ

পুরুষদের দাড়ি রাখতেই হবে, একা বের হতে পারবেন না নারীরা

পাকুয়েতার একমাত্র গোলে ফাইনালে ব্রাজিল (ভিডিও)


প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয় হাঁড়িভাঙা আম। উত্তরবঙ্গের প্রসিদ্ধ এ আম। প্রধানমন্ত্রী শুভেচ্ছা হিসেবে প্রতিবেশী বন্ধু দেশ নেপালে এই আম পাঠালেন।

news24bd.tv / নকিব