আমি এইসব বাড়ীঘরের ভেঙ্গে পড়া নিয়ে চিন্তিত না

আমি এইসব বাড়ীঘরের ভেঙ্গে পড়া নিয়ে চিন্তিত না

Other

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীঘর ভেঙে যাওয়া নিয়ে অনেককেই হা হুতাশ করতে দেখছি। হা হুতাশকারীর সংখ্যাটা যে খুব বেশি তা কিন্তু নয়। কিন্তু সরকারের দায়িত্বশীল কেউ এ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে কী? আমি ঠিক জানি না। আপনি জানলে বলতে পারেন।

আমি অবশ্য এইসব বাড়ীঘরের ভেঙ্গে পড়া নিয়ে তেমন চিন্তিত না। এগুলো গরীবের জিনিস- এমনিতেই ভেঙ্গে পরতো। তারা তো আর বাড়ী ঘরের যত্ন কীভাবে করতে হয় সেগুলো শিখেনি।


আরও পড়ুনঃ

দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে: ওবায়দুল কাদের

জন্মদিনে প্রায় ৩ কোটি টাকার গাড়ি কিনলেন রণবীর

‘নগদ’-এর পিন রিসেট করা যাবে নিজে নিজেই

সক্ষমতা বৃদ্ধিতে মোংলা বন্দরে কেনা হয়েছে অত্যাধুনিক ৫টি হারবার ক্রেন


আমি ভাবছি বড় বড় প্রজেক্টগুলো নিয়ে।

সেগুলোও কী এইভাবে তৈরি হচ্ছে? এইভাবেই তৈরি হয়েছে? সেগুলোও কি কিছুদিন পর এইভাবে ভেঙ্গে পরবে? এই প্রশ্নটা মাথায় ভীষন ঘুরপাক খাচ্ছে।

news24bd.tv / নকিব