সৌদি আরবে ২০ জুলাই ঈদুল আজহা

সৌদি আরবে ২০ জুলাই ঈদুল আজহা

অনলাইন ডেস্ক

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামি ২০ জুলাই দেশটিতে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সে হিসাবে আগামী রোববার (১১ জুলাই) এ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। খবর গালফ নিউজের।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।  

মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন।

এর অংশ হিসেবে এ মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়।

আরও পড়ুন


সূরা বাকারাহ; আয়াত ৩-৪, অদৃশ্যের প্রতি বিশ্বাস (পর্ব ২)

অগ্নিকাণ্ডের ঘটনায় কারো গাফিলতি থাকলে আইননানুগ ব্যবস্থা : শ্রম প্রতিমন্ত্রী

আশ্রয়ন প্রকল্পের অনিয়ম দুর্নীতি চিহ্নিতে মাঠে প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক টিম

দাঁত-হাড়ের মাধ্যমে ডিএনএ পরীক্ষায় ২১ দিন লাগবে: সিআইডি


এর আগে সৌদির সুপ্রিম কোর্ট জনগণের উদ্দেশে আহ্বান জানায়, কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তবে নিকটস্থ কোর্টকে অবহিত করুন।

সৌদি আরবের অনুসারে ২০ জুলাই মধ্যপাচ্যে ঈদ হলে বাংলাদেশে ২১ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক