পাহাড়সম লক্ষ্য জয়ে নেমে অস্বস্তিতে জিম্বাবুয়ে

পাহাড়সম লক্ষ্য জয়ে নেমে অস্বস্তিতে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে জয়ের জন্য ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী বাংলাদেশ। ১ উইকেটে ২৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ম্যাচে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম। এরপর নাজমুল হোসেন শান্তও তার নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন।

৪৭৭ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়ে চতুর্থ দিনের চা বিরতির আগেই একটি উইকেট শিকার করে নিয়েছে বাংলাদেশ।  

বাংলাদেশের পক্ষে উইকেটটি শিকার করেছেন তাসকিন আহমেদ। দলীয় ১৫ রানে তাসকিনের বলে বদলি ফিল্ডার ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ক্যাচ দিয়ে বিদায় নেন ১৯ বলে ১১ রান করা মিল্টন শুম্বা।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক ব্রেন্ডন টেলর।

কাইতানোকে নিয়ে চা বিরতির আগে আর কোনো বিপদ অবশ্য ঘটতে দেননি তিনি। ৯ ওভার ব্যাট করে জিম্বাবুয়ের সংগ্রহ ২৫ রান, ১ উইকেট হারিয়ে। টেলর ৯ বলে ১০ ও কাইতানো ২৬ বল মোকাবেলা করে কোনো রান না করে অপরাজিত রয়েছেন।

 

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন, ২য় সেশন শেষে)

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৮/১০ (১২৬ ওভার)
রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০
মুজারাবানি ৯৪/৪, তিরিপানো ৫৮/২

জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৭৬/১০ (১১১.৫ ওভার)
কাইতানো ৮৭, টেলর ৮১, শুম্বা ৪১
মিরাজ ৮২/৫, সাকিব ৮২/৪

বাংলাদেশ ২য় ইনিংস : ২৮৪/১ ডিক্লেয়ার (৬৭.৪ ওভার)
সাদমান ১১৫*, শান্ত ১১৫*, সাইফ ৪৩;
গারাভা ১/৩৬

জিম্বাবুয়ে ২য় ইনিংস : ২৫/১ (৯ ওভার)
টেলর ৯*, শুম্বা ১১, কাইতানো ০*
তাসকিন ৮/১

জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ৪৭৭ রান।

news24bd.tv/আলী