বরিশালে একদিনের ব্যবধানে দ্বিগুণ করোনা শনাক্ত

বরিশালে একদিনের ব্যবধানে দ্বিগুণ করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

বরিশাল জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি শনাক্ত হয়েছে। গত রোববার আক্রান্ত সংখ্যা ছিল ২২১ জন, সেখানে সোমবার আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ৪৯২ জনে, যা বরিশাল জেলায় রেকর্ড।

সোমবার রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

তিনি বলেন, করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলছে।

তবে সোমবার যে আক্রান্তের সংখ্যা আমাদের হাতে এসেছে, তা খুবই উদ্বেগজনক। রোববার যে আক্রান্ত সংখ্যা ছিল, তার থেকে দ্বিগুণ শনাক্ত হয়েছে সোমবার।

৪৯২ জন আক্রান্তের মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকায়ই রয়েছে ৩৩৮ জন।


আরও পড়ুনঃ

ওজন বাড়াতে হলে দুপুরে ঘুমাতে হবে

দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)

তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যা করার কথা ঘোষণা আফগানিস্তানের

মাস্টারশেফ গ্রান্ড ফিনালে কিশোয়ারের পান্তা-আলুভর্তা


এ ছাড়া বরিশাল সদর উপজেলায় চারজন, বাকেরগঞ্জে ১৫, মেহেন্দিগঞ্জে ১৪, হিজলায় ২৩, মুলাদিতে ২২, বাবুগঞ্জে ১৬, গৌরনদীতে ২৩, আগৈলঝাড়ায় ১৫, উজিরপুরে ২০ জন এবং বানারিপাড়ায় দুজন শনাক্ত হয়েছে।

news24bd.tv / নকিব