কোরবানীর হাটে ঢুকতে যে ৭টি শর্ত  মানতে হবে

কোরবানীর হাটে ঢুকতে যে ৭টি শর্ত মানতে হবে

অনলাইন ডেস্ক

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদকে সামনে রেখে দেশব্যাপী চলা কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল থেকে শিথিল হচ্ছে চলমান  কঠোর লকডাউন। চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

১৫ জুলাই থেকে লকডাউন শিথিল হলেও রাজধানীর দুই সিটি করপোরেশনের হাটগুলোতে ১৭ জুলাই থেকে পশু বিক্রি শুরু হবে। এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু আসতে শুরু করেছে।

দেশে সংক্রমণের হার বাড়তে থাকায় সরকারের পক্ষ থেকে কোরবানীর হাটে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।  

শর্তগুলো হলো:-

১. গায়ে জ্বর নিয়ে কোরবানীর হাটে প্রবেশ করা যাবে না।

২. বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিরা হাটে ঢুকতে পারবেন না।

৩. হাটে প্রবেশকারীকে অবশ্যই গ্লাভস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

৪. হাটে যেহেতু হাত ধোঁয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক সাবান রাখা থাকবে। তাই প্রবেশের পূর্বে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

আরও পড়ুন:


ইসরাইলের নয়া প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের ফোনালাপ

ঈদযাত্রা: আজ পাওয়া যাবে যে তারিখের টিকিট

সকাল ৮টা থেকে মিলবে ট্রেনের টিকিট


৫. যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা যাবে না।

৬. হাটে ঢোকা ও বের হওয়ার জন্য আলাদা গেইট থাকায়। একই গেট দিয়ে ঢোকা ও বের হওয়া যাবে না।

৭. হাটে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।  

শর্ত প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বলেন, হাট বসানো এবং হাটে ক্রেতা প্রবেশের ক্ষেত্রে যে শর্তগুলো দেওয়া হয়েছে। সেগুলো না মানলে হাট বন্ধ করে দেওয়া হবে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক