করােনা রিপাের্ট টেম্পারিং: দুদকের মামলা

করােনা রিপাের্ট টেম্পারিং: দুদকের মামলা

অনলাইন ডেস্ক

করোনার নমুনা সংগ্রহ ও টাকার বিনিময়ে বিদেশগামীদের করােনা রিপাের্ট টেম্পারিং করার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা অনুমতি না নিয়ে বাড়ি বাড়ি গিয়ে টাকার নিয়ে একাজ করতো। আজ বৃহস্পতিবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলাটি করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মােহাম্মদ জিন্নাতুল ইসলাম।

গতকাল বুধবার  দিনাজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এটি দায়ের করা হয়।

আরও পড়ুন


স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে

২২ দিন পর আবার ট্রেন চলাচল শুরু

নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী


অভিযুক্তরা হল- দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় মাে. খােকন আলী, ল্যাব সহকারী খন্দকার আশরাফুল আলম রয়েল ও অফিস সহকারী মাে. মামুনুর রশিদ সরকার।

news24bd.tv/এমিজান্নাত