পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ নেই

পাটুরিয়া ঘাট

পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ নেই

অনলাইন ডেস্ক

বিগত বছরগুলোতে ফেরি পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে যানবাহন ও সাধারণ যাত্রীদের। তবে এবার ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকলেও পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের কোনো বাড়তি চাপ নেই।

গণপরিবহনের যাত্রীরা পাটুরিয়ায় নেমে সহজেই লঞ্চ ও ফেরিতে উঠে নৌরুট পাড়ি দিচ্ছেন। দূরপাল্লার বাসগুলো আধা ঘণ্টার অপেক্ষায় সিরিয়ালে থেকে সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।

 

৫ নম্বর ঘাট এলাকায় ছোট গাড়ি প্রাইভেটকার, হায়েসের নেই কোনো বাড়তি চাপ। অগ্রাধিকার ভিত্তিতে এসব যানবাহনের পাশাপাশি পার করা হচ্ছে সাধারণ পণ্যবাহী ট্রাক। ফলে কোনো ধরনের বাড়তি চাপ ছাড়া পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা।

রোববার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রীদের পারাপার করা হচ্ছে। পর্যাপ্ত ফেরি থাকায় ঘাট এলাকায় চাপ নেই।

আরও পড়ুন


বিয়ের মাত্র একদিন পরই মারা গেলেন কলেজ শিক্ষক

পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দেয়া হবে: প্রধানমন্ত্রী

গোপনে দ্বিতীয় বিয়ে করলেন মাহি!

গোপনে বিয়ে করে মা হতে যাচ্ছেন পপি!


news24bd.tv / কামরুল