কোথায় আছেন, কী করছেন জনপ্রিয় নায়িকা পপি তা কেউ জানে না। বহু দিন ধরে লোকচক্ষুর আড়ালে তিনি। এমনকি নিকটাত্মীয়রাও তার খবর দিতে পারছেন না। এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি।
জানা যায়, ২০১৯ সালের দিকে পপি ইস্কাটনের বাসা ছেড়ে বারিধারা ডিওএসএইচ-এর ফ্ল্যাটে ওঠেন। গুঞ্জন আছে এক বিবাহিত প্রকৌশলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পপি। ওই প্রকৌশলীই পপিকে উপহার হিসেবে ফ্ল্যাটটি দিয়েছেন।
পপির মোবাইল নম্বরও বন্ধ অনেক দিন ধরে। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ। তার এই আড়াল হওয়ায় পপি বিয়ে করে সংসারি হয়েছেন- এমন গুঞ্জন বহুদিনের।
এবার শোনা যাচ্ছে পপি মা হতে চলেছেন। পপির খবর জানতে তাঁর বাবা আমির হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। খুলনা থেকে তিনি বলেন, ‘পপি ঢাকাতেই আছে। ’
পপির বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে আমির হোসেন বলেন, ‘আমিও তেমনই শুনেছি। এর বেশি আমার জানা নেই। ’ সূত্র: বাংলাদেশ প্রতিদিন।
আরও পড়ুন
বিয়ের মাত্র একদিন পরই মারা গেলেন কলেজ শিক্ষক
পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দেয়া হবে: প্রধানমন্ত্রী
গোপনে দ্বিতীয় বিয়ে করলেন মাহি!
বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় তিন কোটি টাকা টোল আদায়
news24bd.tv / কামরুল