আমরা সাইমন ড্রিংকে ভালবেসে হৃদয়ে রেখেছি, সম্মান দিয়েছি

আমরা সাইমন ড্রিংকে ভালবেসে হৃদয়ে রেখেছি, সম্মান দিয়েছি

Other

সাংবাদিক সাইমন ড্রিংয়ের মৃত্যুসংবাদ জানতেও আমাদের একটু দেরি হয়েছে। বাংলাদেশের অবিস্মরণীয় এক বিদেশি বন্ধু। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরেই তিনি শেষ নিঃশ্বাস ছাড়লেন নিজ দেশ ইংল্যান্ডে নয়, দ্বিতীয় দেশ বাংলাদেশে নয়,  ইউরোপের এক নিভৃত প্রান্তে রোমানিয়ায়।  

আরও পড়ুন:


যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট


 

আমাদের দেশের আধুনিক সংবাদমাধ্যমের বিকাশের ইতিহাসে তাঁর অক্ষয় আসন।

আমরা তাঁকে ভালবেসে হৃদয়ে রেখেছি, সম্মান দিয়েছি। আবার সংকীর্ণ রাজনীতির কুটিলতায় তাঁকে ভগ্নহৃদয়ে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা এমনই! বাংলাদেশ এমনই!

আপনাকে ভুলবো না সাইমন ড্রিং। বিদায়!

লেখাটি সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসনে মঞ্জু-এর ফেসবুক থেকে নেওয়া।

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/আলী