চামড়া নিয়ে সিন্ডিকেট কমেনি

চামড়া নিয়ে সিন্ডিকেট কমেনি

Other

লবনের দাম বেশী, চামড়া ছেড়া ফাঁটা- এমন অজুহাত তুলে রাজধানীর পোস্তার আড়তগুলোতে চামড়ার দাম কম দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন, অভিযোগ সত্য নয়, তারা বরং বেশী দামেই কিনছেন। স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের কৌশলের ফলে এবার চামড়ার যোগান কম ছিলো পোস্তায়, গেলো দুই বছরের মতো চামড়ার মূল্য অত কমে নি।  

এক প্রস্থ কাঁচা চামড়া আর তার উপর দেদারছে লবন, মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনে রাজধানীর পোস্তয় আড়তদাররা মূলত: এভাবেই এই কাজটি করেন।

ঈদের পরের দিনের চিত্র, পোস্তর রাস্তায় স্তরে স্তরে গরুর চামড়া লবন দিয়ে থরে থরে সাজিয়ে সংরক্ষণ করা হয়।

তবে মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ কৌশলে সিন্ডিকেট করে মূল্য কমিয়েছেন আড়তদাররা।
এই অভিযোগ মানতে নারাজ আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্ডাইজার অ্যাসোসিয়েশনের মহাসচিব।


আরও পড়ুন:

আনন্দ ভ্রমণে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

রাস্তায় ফেলে চলে যাওয়া চামড়াগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ

করোনায় প্রাণ গেলো একজন ভাষা সৈনিকের


তবে বেশী মূল্যে লবন বিক্রীর অভিযোগের সত্যতা মেলে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর বাইরের চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ করায় ঠেকানো গেছে অতিরিক্ত যোগান, সেকারণে গেলো বছরগুলোর দাম পড়ে যায়নি। পর্যায়ক্রমে ট্যানারির চাহিদা অনুযায়ী আগামী ৩/৪ দিনে বাইরের চামড়াগুলোওে নিয়ে আসা হবে।

news24bd.tv/এমিজান্নাত