ঝিনাইদহে আবারও বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

ঝিনাইদহে আবারও বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

Other

ঝিনাইদহে আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৮২ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৮৯জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ঝিনাইদহ সদর হাসপাতালে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। করোনা ওয়ার্ডে ৭০ ও আইসোলেশনসহ মোট ভর্তি ১০৬ জন।

রোববার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ৭১৭ জনের নমুনার ফলাফলের মধ্যে ২৭৯ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৯১ ভাগ।


আরও পড়ুন:

চীনে গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১৪

এনএসও'র দাবি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারে বিশ্বের লাখো মানুষ ঘুমাতে পারছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরুর তারিখ ঘোষণা

হাইতি প্রেসিডেন্টের সৎকার অনুষ্ঠান থেকে পালিয়েছে মার্কিন প্রতিনিধিদল


এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৭ হাজার ১০৫ জনে। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ২৯ জন। তবে সুস্থতার সংখ্যা বাড়েনি।

news24bd.tv/ নকিব