বিশ্বে করোনায় মৃত্যু হার ও সংক্রমণ কমেছে

বিশ্বে করোনায় মৃত্যু হার ও সংক্রমণ কমেছে

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ পূর্ববর্তী দিনের চেয়ে কিছুটা কমেছে। একদিনে ৪ লাখ ২৩ হাজারের বেশি আক্রান্ত ও ৬ হাজার ৬৮১ জনের প্রাণহানি হয়েছে।

এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ ১৯ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে। আর ৪১ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেলো মোট মৃত্যুর সংখ্যা।

 

করোনার বর্তমান হটস্পট ইন্দোনেশিয়াতে ২৪ ঘণ্টায় ৩৮ হাজারের বেশি আক্রান্ত ও ১ হাজার ২ শতাধিক মৃত্যু হয়েছে। ৩৮ হাজারের বেশি আক্রান্ত ও ৪১১ জনের মৃত্যু হয়েছে ভারতে। ব্রাজিলে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ হাজারের অধিক।

আরও পড়ুন:

আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত, স্থগিত পার্লামেন্ট

ইরানে পানির দাবিতে বিক্ষোভ, নিহত ৩

বন্যা ও ভূমিধসে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯

ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

এদিকে, যুক্তরাষ্ট্রে  এখনও যারা ভ্যাকসিন নেয়নি তাদের মধ্যে সংক্রমণ বাড়তে থাকায় মহামারীতে দেশটি ভুল পথে যাচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

যেসব এলাকায় ভ্যাকসিন প্রদানের হার কম সেসব এলাকায় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব বেশি বলেও জানিয়েছেন তিনি।

news24bd.tv রিমু