গোপনে ইরান সফরে এসে আটক ইসরাইলি নাগরিক

গোপনে ইরান সফরে এসে আটক ইসরাইলি নাগরিক

অনলাইন ডেস্ক

গোপনে ইরান সফরের অভিযোগে ইসরাইলের একজন নাগরিককে আটক করেছে ইসরাইলের পুলিশ ও গোয়েন্দা শাখার লোকজন। আটক ব্যক্তি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন বলে জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে।

ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত মাসে তাকে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে এখন ইসরাইলের পুলিশ ও অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেথ তদন্ত চালাচ্ছে।

ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা জানিয়েছে, গত ৯ জুন শুনানির সময় ইসরাইলের একটি আদালত আটক ব্যক্তিকে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়।

সন্দেহভাজনে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয় নি তবে দৈনিক হারেৎজ জানিয়েছে, তিনি ইরান সফরের সময় দেশটির গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আনা হতে পারে।


আরও পড়ুন:

শিল্পকারখানা খুললে আইনানুগ ব্যবস্থা

কখন লকডাউন বাড়ানো লাগবে না জানালেন তথ্যমন্ত্রী

১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

পরকীয়ায় ধরা মসজিদের ইমাম! রাতভর বেঁধে রাখল গ্রামবাসী


আটক ব্যক্তির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল একজন ছাত্র এবং তিনি পর্যটক হিসেবে ইরান সফর করেছেন। বিষয়টি তিনি তার পরিবার এবং বন্ধুদের কাছে কখনো গোপন করেন নি।

তিনি একজন সাধারণ তরুণ নাগরিক।

রাষ্ট্র হিসেবে ইরান ইসরাইলকে স্বীকৃতি না দেয়ায় কোনো ইসরাইলি নাগরিককে তেল আবিব ইরান সফরের অনুমতি দেয়া হয় না।

news24bd.tv/ নকিব