অ্যান্টনি ব্লিনকেন: আফগানিস্তানে সেনা প্রত্যাহারের পর নৃশংসতা চালাচ্ছে তালেবান

অ্যান্টনি ব্লিনকেন: আফগানিস্তানে সেনা প্রত্যাহারের পর নৃশংসতা চালাচ্ছে তালেবান

অনলাইন ডেস্ক

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার থেকেই সেখানে সাধারণ মানুষকে লক্ষ্য করে নৃশংসতা চালাচ্ছে তালেবান। তালেবান যে কর্মকাণ্ড শুরু করেছে তা খুবই মর্মান্তিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, অব্যাহত নৃশংসতা চালিয়ে গেলে আফগানিস্তান অস্পৃশ্য দেশে পরিণত হবে।

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, তালেবান যোদ্ধারা জোর করে ক্ষমতা দখল করলে তারা কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর সেখানে নিরাপত্তা ক্রমেই ভেঙে পড়ছে। অনেক সীমান্ত ক্রসিং এবং একের পর এক জেলা তালেবান দখল করে নিচ্ছে।  

আরও পড়ুন:


আজ বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগে রাজ-শিল্পাকে জরিমানা

টি-স্পোর্টসে আজকের খেলা

পেন্টাগনের তথ্যমতে, আফগানিস্তানের জেলাগুলোর অর্ধেকের বেশিই তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।

এদিকে, চীনে সফরে রয়েছে আফগান তালেবান গোষ্ঠীর ৯ সদস্যের একটি  দল।

সেখানে গোষ্ঠীটি জানায়, আফগানিস্তানের মাটি চীনের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না।

news24bd.tv রিমু