হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা

হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক

হাসপাতালে দ্বিতীয় তলার করিডোর থেকে করোনা আক্রান্ত এক নারী হঠাৎ করে নিচে লাফিয়ে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, করোনায় আক্রান্ত এই নারী যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মাহত্যার চেষ্টা করেন।

শনিবার (৩১ জুলাই) বিকেলে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এমন ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত বিউটি বেগমকে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয়েছে। তার মাথা, কোমর, হাত ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন।  

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত বিউটি বেগম করোনা পজিটিভ হয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

তার শাশুড়ি জানান, তাদের বাড়ি চাঁদপুর হাইমচর উপজেলার আলগী গ্রামে। বিউটি বেগম তার ছেলে খোকন মিয়ার স্ত্রী।  

তিনি জানান, গত ১১ দিন যাবৎ তার ছেলের বউকে নিয়ে ওই ওয়ার্ডে অবস্থান করছেন। পারিবারিকভাবে তাদের কোনো ঝামেলা নেই বলেও তিনি জানান। ঘটনার সময় তার ছেলের বউকে বিছানায় রেখে বাথরুম থেকে ফিরে এসে এই ঘটনা শুনতে পান।

আরও পড়ুন:


বিএনপি-জামায়াত-হেফাজত করোনার মতো বারবার রূপ পরিবর্তন করছে: বাহাউদ্দিন নাছিম

টিকা নেয়ার পরেও করোনা পজিটিভ ফারুকী

স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা


 

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার রায়হান মোহাম্মদ ওমর ফারুক রূপক জানান, ঘটনার সম্পর্কে আমিও প্রথমে কিছুই বুঝতে পারেনি। রোগী দেখার ফাঁকে জানতে পারি এক নারী রোগী দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছেন। তবে সে করোনা পজিটিভ রোগী।

news24bd.tv/আলী