করোনা: শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ

করোনা: শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন। নমুনা পরীক্ষা করা হয় মোট ৪৯ হাজার ৫২৯ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৭ শতাংশ।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে আজ রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন:


সঙ্কটে মানুষের পাশে দাঁড়ালে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে: কাদের

৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

বিশ্বাস করতে হবে আমরা টি-টোয়েন্টিতেও ভালো দল: ডমিঙ্গো


আগের দিন অর্থ্যাৎ শনিবার (৩১ জুলাই) মৃতের সংখ্যা ছিলো ২১৮ জন। নতুন রোগী শনাক্ত হয়েছিল ৯ হাজার ৩৬৯ জন।

পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ২৪ শতাংশ।

news24bd.tv নাজিম