হেলেনা জাহাঙ্গীরের ১০ দিনের রিমান্ড চেয়ে নিম্ন আদালতে প্রেরণ

হেলেনা জাহাঙ্গীরের ১০ দিনের রিমান্ড চেয়ে নিম্ন আদালতে প্রেরণ

অনলাইন ডেস্ক

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর এর অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরী’কে রাজধানীর গাবতলি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব বের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়,  মিডিয়া শাখার পরিচালক হলেন, হেলেনা জাহাঙ্গীর। তার জয়যাত্রা টিভি বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার না করে, ২০১৮ সাল থেকে হংকং এর একটি ডাউন লিংক চ্যানেল হিসেবে সম্প্রচার করতো, ফ্রিকুয়েন্সি হংকং হতে বরাদ্দ হতো। এর জন্য প্রতিমাসে ছয় লাখ টাকা দেয়া হতো।

আরও পড়ুন

৭৩টি ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

রামেকে করোনা ওয়ার্ডে ১৯ জনের মৃত্যু

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেফতার

সানাউল্লাহ নূরী প্রতিনিধি সমন্বয় ছিলো। আর হাজেরা খাতুন মূল মিডিয়া জগতের বিপরীতে একটি সংগঠন তৈরির করে ৫ হাজার প্রতিনিধি নিয়োগ ও এদের নিয়ে বিশাল নেটওয়ার্ক তৈরীর কাজ করছিলো।  

এদিকে, হেলেনা জাহাঙ্গীরকে ১০ দিনের রিমান্ড চেয়ে নিম্ন আদালতে পাঠিয়েছে ডিবি সাইবার ক্রাইম বিভাগ।  

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক