কাজ কর্ম না থাকায় আর্থিক সংকটে পঞ্চগড়ের ঢুলি শিল্পীরা

Other

করোনা কারণে কাজ কর্ম না থাকায় আর্থিক সংকটে পড়েছেন পঞ্চগড়ের ঢুলি শিল্পীরা ।   তারা জানান,  গেল দেড় বছর ধরে  সব ধরণের অনুষ্ঠান বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন । । আবার পেশা পরিবর্তনও করেছেন কেউ কেউ ।

এ অবস্থায় সরকারের সহয়োগিতা চান ঢুলি শিল্পীরা ।  

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের কালিয়ামনি গ্রাম। এই গ্রামের  ঢুলি শিল্পীরা  দীর্ঘকাল ধরে ঢোল বাদ্য বাজিয়ে আয়-উপার্জন করে  জীবন যাপন করছেন। তবে মহামারী করোনা পাল্টে দিয়েছে তাদের জীবন ।

ঢুলি শিল্পীরা জানান,  সাধারণত  বিয়ের অনুষ্ঠান, খেলা ধুলা, পুজা পার্বনে ঢোল বাদ্য বাজিয়ে আয় রোজগার করে সংসার চালাতেন তারা ।   গেল দেড় বছর ধরে করোনার কারণে সব অনুষ্ঠান বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন তারা । কাজ কর্ম না থাকায় পরিবার-পরিজন নিয়ে  খেয়ে না খেয়ে  দিন কাটাচ্ছেন তারা । আর্থিক সংকটের কারনে এরই মধ্যে পেশাও পরিবর্তন করেছেন অনেকে । এ অবস্থায় সরকারের সহয়োগিতা চান তারা ।

আরও পড়ুন:


পরীমনি কাণ্ডে থমথমে ‘সুনসান এফডিসি’

প্রজ্ঞাপন জারি, রোববার ব্যাংক বন্ধ


 

অবশ্য করোনা কালে ঢুলি শিল্পীদের সব ধরনের সহায়তার আশ্বাস  দিয়েছেন সংশ্লিস্টরা । মহামারীর এই সময়ে ঢুলি শিল্পীদের  আর্থিক সহায়তা দেবে সরকার এমন  প্রত্যাশা অনেকের ।

news24bd.tv/আলী