ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে ১৯ জনের মৃত্যু

ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে ১৯ জনের মৃত্যু

Other

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ৭১ জন। আর নেগেটিভ এসেছে ৭০ জনের। এই সময়ে করনায় ও উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছে ১৯ জন।

এদিকে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ১১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন।

আরও পড়ুন


করোনায় আক্রান্ত সহযোগী, নিয়ম ভেঙে অফিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী

সাঁতার কাটতে গিয়ে কুমিরের হামলায় দুই সেনা সদস্য গুরুতর আহত

১৫ বছর হামলা চালানোর দুঃসাহস দেখায়নি তেল আবিব

ভাল চরিত্র'র অফার পেলে ভারতে কাজ করতে প্রস্তুত: মিথিলা

সরকারি তথ্য মতে, জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। বঙ্গবন্ধু শেখ মুজিব করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৯৮৮ জন।

এদের মধ্যে সুস্থ্য হয়েছে ১৪ হাজার ৩৪৭ জন।

news24bd.tv রিমু 

 

এই রকম আরও টপিক