নেত্রকোনায় জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

নেত্রকোনায় জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

Other

নেত্রকোনায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ২০৫ জনকে চিকিৎসা সহায়তার চেক দেয়া হয়েছে। ক্যান্সার, কিডনি, প্যারালাইজড রোগীদের চিকিৎসার জন্য প্যারালাইস জটিল রোগে আক্রান্তদের মাঝে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ আর্থিক সহায়তা দেয়া হয়।  

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ দুপুরে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দকৃত ২০৫ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চেক তুলে দেন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

আরও পড়ুন:


জনগণের ওপর প্রতিশোধ নেওয়া হবে না: তালেবান মুখপাত্র

শ্রাবন্তীকে জন্মদিনের সেরা উপহার দিলেন মমতা বন্দোপাধ্যায়

মালয়েশিয়ায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুহিউদ্দিন

এবার দেশের নামই বদলে দিচ্ছে তালেবান


এ সময় অন্যান্যের মাঝে পুলিশ সুপার আকবর আলী মুনসী, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।   

news24bd.tv নাজিম