রক্ত দিতেই বাংলাদেশে পা রেখেছি: প্রধানমন্ত্রী

রক্ত দিতেই বাংলাদেশে পা রেখেছি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় স্মৃতিকাতর হয়ে কেঁদেছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এসময় তিনি বলেন, আমি জানি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে।  সেটা নিয়ে ভাবি না। কারণ রক্ত দিতেই বাংলাদেশে পা রেখেছি।

তবে যতদিন বাঁচবো দেশের মানুষের জন্য কাজ করে যাবো। যাতে আব্বার আত্মা শান্তি পায়।  

সোমবার (১৬ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শোক সভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আরও পড়ুন:


জনগণের ওপর প্রতিশোধ নেওয়া হবে না: তালেবান মুখপাত্র

শ্রাবন্তীকে জন্মদিনের সেরা উপহার দিলেন মমতা বন্দোপাধ্যায়

মালয়েশিয়ায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুহিউদ্দিন

এবার দেশের নামই বদলে দিচ্ছে তালেবান


তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। এটাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। আর সে লক্ষেই কাজ করে যাচ্ছি, করে যাবো।  

news24bd.tv নাজিম