জুলাই মাসের চাইতে দ্বিগুণ হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Other

জুলাই মাসের চাইতে দ্বিগুণ হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসের পনেরো দিনেই ঢাকা শিশু হাসপাতালে রোগী ভর্তি ছাড়িয়েছে একশো বিশ। যাদের মধ্যে বেশির ভাগের শারীরিক পরিস্থিতি দ্রুতই অবনতি হচ্ছে। কিটতত্ববিদরা বলছেন, সেপ্টেম্বর মাস থেকে কমতে শুরু করবে ডেঙ্গু প্রকোপ।

 

ছেলে রিফাতের প্ল্যাটিলেট ৬ হাজারে নেমে যা্ওয়ায় এখন তাকে আইসিইউতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। চলছে, সেই আয়োজনের প্রস্তুতি কিন্তু মায়ের মনে ভর করেছে দু:স্বপ্নের সব শঙ্কা! অশ্রুসিক্ত  নয়নে তেরো বছর বয়সী ছেলেকে অবিরত সাহস দিয়ে যাচ্ছেন মা সানজিদা, প্রার্থনায় বুকের মানিক ফিরে পা্ওয়ার আর্তনাদ।

এখন অব্দি ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন। ভর্তির সংখ্যা ছাড়িয়েছে ২৮০তে।

যার মধ্যে ঢাকার উত্তরের ৫৮ ভাগ, ২২ শতাংশ দক্ষিণের, বাকীরা এসেছেন গাজীপুর, চাঁদপুর, শরীয়তপুরসহ অন্যান জেলা থেকে। অভিভাবকরা জানান, জ্বর আসা মাত্রই দ্রুত শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে।  

কিটতত্ত্ববিদ কবীরুল বাশার বলছেন, ডেন-থ্রিতে এবার আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু রোগীরা। বৃষ্টি কমতে শুরু করলে সেপ্টেম্বরের পর প্রকোপ কমবে ডেঙ্গুর।

আরও পড়ুন:

টাকাভর্তি গাড়ি ও একটি হেলিকপ্টার নিয়ে পালালেন গনি

বাংলাদেশে গণহত্যা : ৫০ বছর কেটে গেছে, কিন্তু দাগ রয়ে গেছে

জনগণের ওপর প্রতিশোধ নেওয়া হবে না: তালেবান মুখপাত্র


 

তবে, চলতি মাসে দেশে আরো বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় আগামী দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের হার ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তাদের পরামর্শ, ঘরের ছোট্ট শিশুদের বড় হাতার জামা পরিধান, মশারী ব্যবহার আর বাড়ির আঙিনায় জমে থাকা পানি পরিস্কার ছাড়া ডেঙ্গু থেকে নিস্তার মিলবে না।

news24bd.tv/আলী