তালেবানকে স্বীকৃতি প্রসঙ্গে যা বললো পাকিস্তান

তালেবানকে স্বীকৃতি প্রসঙ্গে যা বললো পাকিস্তান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরা তালেবানের স্বীকৃতি প্রসঙ্গে প্রতিবেশী পাকিস্তান জানিয়েছে, এখনই তালেবানকে স্বীকৃতি দেবে না দেশটির সরকার। এজন্য আগে আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করবে ইসলামাবাদ।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আফগান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল পাকিস্তানের মন্ত্রিসভা।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান।  

বৈঠক শেষে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘গত শতকের নব্বইয়ের দশকে আফগানিস্তানে যখন তালেবান সরকার গঠন করেছিল তখন যে তিনটা দেশ সবার আগে স্বীকৃতি দিয়েছিল, তার একটি পাকিস্তান। তবে এবার তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দেবে না পাকিস্তান। ’

আরও পড়ুন:


আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন আর নেই

ভয়াবহ দাবানল নেভাতে তিনদিন ধরে লড়ছে ইসরাইল

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে কাঁদছে শিশু, খোঁজ নেই মা-বাবার

মহররম যে কারণে মুসলিমদের কাছে তাৎপর্যপূর্ণ


এ বিষয়ে তিনি বলেন, ‘তালেবান সরকারকে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়ার আগে আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করা হবে। তাদের পরামর্শ নেওয়া হবে। ’

ফাওয়াদ চৌধুরী আরও বলেন, ‘রক্তপাত ছাড়াই কাবুলে ক্ষমতার পালা বদল ঘটেছে। দেশটিতে রক্তপাত এড়ানো সম্ভব হওয়ায় পাকিস্তান সরকার বেশ খুশি। ’

news24bd.tv নাজিম