মমেক হাসপাতালে করোনায় আরও ১০ জনের প্রাণহানি

মমেক হাসপাতালে করোনায় আরও ১০ জনের প্রাণহানি

Other

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনা শনাক্ত হয়ে এবং ছয় জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।  

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া চার জনের মধ্যে দুই জন ময়মনসিংহের ও একজন করে নেত্রকোনা ও জামালপুরের বাসিন্দা।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের মধ্যে ময়মনসিংহের চারজন এবং নেত্রকোনা ও সুনামগঞ্জের একজন করে রয়েছেন।

আরও পড়ুন


টেকনাফে ৫৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

ভয়াবহ দাবানল নেভাতে তিনদিন ধরে লড়ছে ইসরাইল

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে কাঁদছে শিশু, খোঁজ নেই মা-বাবার

টি-স্পোর্টসে আজকের খেলা

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩০৪ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

এদিকে জেলায় এক দিনে ১ হাজার ৬১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০১ জনের শরীরে। শনাক্তের হার ১৮.৯৪ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

news24bd.tv রিমু