জুভেন্টাসের জন্য হৃদয় উজাড় করে দিয়েছিলেন রোনালদো

জুভেন্টাসের জন্য হৃদয় উজাড় করে দিয়েছিলেন রোনালদো

অনলাইন ডেস্ক

রোনালদোর ক্যারিয়ারে জুভেন্টাস ক্লাবটি সিআর সেভেন ভক্তদের মনে হয়তো অনেকটা প্রিয় খেলোয়ারের ক্যারিয়ারের কালো অধ্যায় হয়েই থাকবে। অবশেষে জুভেন্টাস ছেড়ে নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন রোনালদো। এতে পাড় রোনালদো ভক্তদের মনে আনন্দের আর সীমা নেই। আর ঘরের ছেলেকে ঘরে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ম্যানচেস্টার ইউনাইটেডও।

শুক্রবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত কয়েছেন ইংলিশ ক্লাবটি। এর আগেই অবশ্য ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নিজের সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলেছিলেন রোনালদো। শুক্রবার অনুশীলনে গেলেও মাঠে নামেননি তিনি।  

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুভেন্টাসকে বিদায় জানানোর আনুষ্ঠানিক বার্তাও দিয়েছেন রোনালদো।

ক্লাবটির হয়ে তিন বছরে ১৩৪ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন তিনি। জিতেছেন দুইটি লিগ শিরোপা। সবশেষ আসরে লিগ জিততে না পারায় খানিক অপূর্ণতা নিয়েই ক্লাব ছাড়তে হচ্ছে তাকে।

তবে এই তিন মৌসুমে জুভেন্টাসকে নিজের সামর্থ্যের সর্বোচ্চটাই দিয়েছেন তিনি। তাই জীবনের শেষ দিন পর্যন্ত তুরিন শহরের প্রতি ভালোবাসা থাকবে পর্তুগিজ তারকার।

ফেসবুকে নিজের পেজে রোনালদো লিখেছেন, ‘আজকে আমি একটা অসাধারণ ক্লাব ছেড়ে যাচ্ছি। ইতালির সবচেয়ে বড় এবং নিশ্চিতভাবেই ইউরোপের অন্যতম বড় ক্লাব থেকে বিদায় নিলাম। জুভেন্টাসের জন্য আমি আমার হৃদয় উজাড় করে দিয়েছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুরিন শহরটাকে ভালোবাসবো। ’

আরও পড়ুন:

লন্ডনে গিয়ে আহত প্রিয়াঙ্কা চোপড়া

চাঁদার টাকা না দেয়ায় লক্ষীপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

রাশিয়া এখনো তালেবান গোষ্ঠীকে স্বীকৃতি দেয়নি: পেসকভ

এবার সমুদ্র ছুঁয়ে উড়োজাহাজ নামবে কক্সবাজারের রানওয়েতে


তিনি আরও বলেন, ‘জুভেন্টাস সমর্থকরা সবসময় আমাকে সম্মান করেছে এবং তাদের সম্মানের জবাবে আমি প্রতি ম্যাচ, মৌসুম ও প্রতিযোগিতায় তাদের জন্য লড়েছি। পরিশেষে পেছন ফিরে তাকিয়ে অনুধাবন করতে পারি যে, আমরা অসাধারণ কিছু অর্জন করেছি, যা কিছু চেয়েছিলাম সবটা নয়; তবে সবাই মিলে দারুণ একটি গল্প লিখেছি। ’

‘সবসময় আমি আপনাদের একজন হয়ে থাকব। এই ক্লাব এখন আমার ইতিহাসের একটা অধ্যায়, যেমনটা আমি নিজেকে এই দলের একজন মনে করি। ইতালি, জুভেন্টাস, জুভেন্টাস- সবাই আমার হৃদয়ে থাকবে। ’

news24bd.tv/ নকিব